নিউজপিডিয়া ডেস্ক: তৃতীয় দফার লকডাউনে অনলাইনে পণ্য পরিষেবা অরেঞ্জ ও গ্রীন জোনে শুধুমাত্র স্বাভাবিক ছিলো। চতুর্থ দফার লকডাউনে সেই বিধিনিষেধ উঠতে চলেছে, শুধু অরেঞ্জ এবং গ্রিন জোনে নয়, এবার থেকে রেড জোনেও সমস্ত রকমের পণ্যের অনলাইনে সরবরাহ করা যাবে। তবে ‘কনটেনমেন্ট জোন’ এর ক্ষেত্রে বিধিনিষেধ থাকবে। সেখানে শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ডেলিভারি দিতে পারবে ই-কমার্স সংস্থাগুলি। কারণ সেখানে কেবলমাত্র জরুরি গতিবিধিতেই ছাড়পত্র দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে এক নির্দেশিকায় জানিয়েছে, ১৮’মে থেকেই তিন জোনে ই-কমার্স সংস্থাগুলি অত্যাবশ্যকীয় এবং অনাবশ্যকীয়, উভয় ধরনের পণ্যেরই ডেলিভারি দিতে পারবে।
প্রথম দুই দফার লকডাউনে সমগ্র দেশে অনাবশ্যকীয় পণ্যের ডেলিভারি বন্ধ ছিল। পরবর্তীতে তৃতীয় দফায় শুধুমাত্র গ্রীন ও অরেঞ্জ জোনে সব পণ্যের অনলাইন ডেলিভারির নির্দেশ দেওয়া হয়। চতুর্থ দফায় সেই বিধিনিষেধ আরও শিথিল করা হল কেন্দ্রর তরফে।
তবে কেন্দ্র সবুজ ছাড় দিলেও অধিকাংশ ই-কমার্স সংস্থাগুলি এখনও কোন সিদ্ধান্ত নেয় নি। সংস্থাগুলো রাজ্যগুলির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। রবিবার কেন্দ্রের এমন নির্দেশিকার পরও পশ্চিমবঙ্গ, দিল্লি এবং অন্যান্য কিছু রাজ্য লকডাউনের নয়া বিধি ঘোষণা করতে পারেনি। আশা করা হচ্ছে সোমবারের মধ্যে এই বিষয়ে স্পষ্ট ধারণা পাবে সংশ্লিষ্ট মহল। তবে পেটিএম মলের মতো ই-কমার্স সংস্থা জানিয়েছে, সোমবার থেকেই তারা অর্ডার নেওয়া শুরু করবে।