মুতাহার কামাল, চোপড়া: চোপড়ায় বিজেপির পতাকা খুলে পুড়িয়ে দেয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, থানায় অভিযোগ বিজেপির। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। বিজেপি নেতা শাহিন আক্তারের অভিযোগ গতকাল বিজেপির পরিবর্তন যাত্রা উপলক্ষে চোপড়া এলাকার বিভিন্ন জায়গা সহ জাতীয় সড়কের ধারেও একাধিক জায়গায় পতাকা লাগানো হয়েছিল। পরিবর্তন যাত্রায় মানুষের জনপ্লাবন দেখে তৃণমূলের কর্মীরা রাতের অন্ধকারে দলুয়া পেট্রোল পাম্প থেকে স্বাস্থ্যকেন্দ্র এবং বিডিও অফিসের সামনে থেকে বিজেপির পতাকা খুলে নিয়ে দলুয়া দিঘি এলাকায় পুড়িয়ে দেয়। এই ঘটনার জেরে বিজেপির পক্ষ থেকে চোপড়া থানায় অভিযোগ জানানো হয়।
যদিও এই ঘটনার সাথে তৃণমূলের কোনো কর্মী জড়িত নয়। শুধুমাত্র তৃণমূল দলকে বদনাম করার জন্য এমন অভিযোগ আনা হয়েছে বলে জানান চোপড়া তৃনমূল অঞ্চল সভাপতি তনয় কুন্ডু।
পুলিশ সূত্রে জানা যায়, বিজেপির পক্ষ থেকে পতাকা পুড়িয়ে দেয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।