নিউজপিডিয়া ডেস্ক, ১৯ জুলাইঃ উত্তর দিনাজপুরের চোপড়া থানার অন্তর্গত সোনাপুর গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ এলাকায় এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠে। স্থানীয়দের দাবি, দুষ্কৃতীরা ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে। রবিবার এনিয়ে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে৷ স্থানীয় বাসিন্দারা গাছের ডাল ফেলে, টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকাবাসী ছাত্রী খুনের ঘটনার ক্ষিপ্ত হয়ে ওঠে। এনিয়ে সারাদিন এলাকা সরগরম ছিল। বিষয়টি নিয়ে আসরে নামে বিজেপি। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল রাজ্যকে তোগ দাগেন। কিন্তু এদিন সন্ধ্যায় ধর্ষণের অভিযোগ নস্যাৎ করে পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশের ফেসবুক পেজের তরফে মৃত্যুর কারণ হিসাবে বিষক্রিয়ার কথা উল্লেখ করা হয়।
পুলিশের তরফে বলা হয়েছে, আজ সকালে ইসলামপুর জেলার পুলিশ চোপড়া থানা এলাকায় এক কিশোরীর মৃত্যুর খবর পায়। পরিবারের সদস্য বা অন্য কোনও সংশ্লিষ্ট ব্যক্তি পুলিশকে অবহিত করেননি। পুলিশ পরিবারের সাথে যোগাযোগ করে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। ম্যাজিস্ট্রেট দ্বারা অনুসন্ধান এবং ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হয়েছে। ময়না তদন্ত অনুসারে মৃত্যুর কারণ হিসেবে “বিষের প্রভাব” উল্লেখ করা রয়েছে। শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যৌন বা শারীরিক নির্যাতনেরও কোন চিহ্ন নেই। যদিও বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা জনিত সমস্যার তৈরি হয়েছিল, তবুও পুলিশে কেউ কোনও অভিযোগ দায়ের করেননি।”
Cee police islampur