নিউজপিডিয়া ডেস্ক : রাজ্যে আবারও রেশন দুর্নীতির অভিযোগ। অভিযোগের তীর শাসক দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে। দুর্গাপুরের পলাশডিহায় রেশনের গম পাচারের অভিযোগে দুর্গাপুর পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ দেখায় বিজেপি।
জানা গেছে, মঙ্গলবার স্থানীয় কাউন্সিলর মানস রায় পলাশডিহায় একটি ক্লাবের সামনে মেটাডোর থেকে গমের বস্তা নামিয়ে রাখছিলেন। সরকারি ছাপ লাগানো ওই গমের বস্তা দেখে গাড়িটি আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁরা দাবি করেন, কাউন্সিলর সরকারি গম পাচার করছেন তাই তাকে গ্রেফতার করতে হবে। খবর প্রকাশ হতেই পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
তবে অভিযুক্ত কাউন্সিলরের দাবি,গম তিনি বিলি করছিলেন। কিন্তু রেশনের গম বন্টনের ব্যাপারে সদুত্তর দিতে পারেননি কাউন্সিলর।
গত মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেশনের গমে দলীয় পতাকা লাগিয়ে বিলির ব্যাপারে সতর্ক করেছিলেন। এক্ষেত্রে রেশন ডিলারদের থেকে হুমকি দিয়ে চাল, গম নিয়ে দলীয় ত্রাণ হিসাবে বিলির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।