
সারিফুল খন্দকার, দি থার্ড আইঃ ইউরোপে করোনা ভাইরাস দ্রুতগতিতে ছড়িয়ে পড়ার জন্য বিশেষজ্ঞরা কয়েকটি ফুটবল ম্যাচকে দায়ী করেছেন| এর মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ২য় লেগের লিভারপুল-অ্যাটলেটিকো ম্যাচটিকে ধরা হচ্ছে| সেই ম্যাচে ৫৫ হাজারের মতো দর্শকের উপস্থিতিকে ভাইরাসটির ছড়িয়ে পড়ার জন্য বিশেষ ভাবে দায়ী করেছেন লিভারপুল সিটির পাবলিক হেলথ ডিরেক্টর ও বিশেষজ্ঞ চিকিৎসকরা।
১১ মার্চ ‘রাউন্ড অব সিক্সটিনের লিভারপুল ও অ্যাটলেটিকো মাদ্রিদের ফিরতি ম্যাচটি অনুষ্ঠিত হয় লিভারপুলের এনফিল্ড গ্রাউন্ডে| সেদিন গ্যালারিতে তিল ধারণের ঠাঁই ছিলোনা| তখন থেকেই চারপাশে সন্দেহ ছিলো যে এ ম্যাচে আসা দর্শকদের মাধ্যমে ছড়িয়েছে ভাইরাস। এবার বিশেষজ্ঞ চিকিৎসকরা সন্দেহ নয় সরাসরি বলছেন, সংক্রমণের জন্য দায়ী চ্যাম্পিয়ন্স লিগের ওই ম্যাচটি।
লিভারপুল সিটির পাবলিক হেলথ ডিরেক্টর ম্যাথু অ্যাসটন বলেছেন, তখন ক্লোজডোর ম্যাচ আয়োজন করা উচিত ছিলো। চিকিৎসকরা দাবি করছেন, শুধু লিভারপুলের ম্যাচটি নয়, অন্য আর একটি আটলান্টা ও ভ্যালেন্সিয়া এর মধ্যেকার ম্যাচ এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দায়ী| সেই ম্যাচটি অনুষ্ঠিত হয় ইতালির ক্লাব আটলান্টার মাঠ মিলানোতে| সেখানে প্রায় ৪৫ হাজার স্পেন ও ইতালির দর্শক উপস্থিত ছিলেন| যা ভাইরাসটির স্পেন ও ইতালিতে দ্রুত ছড়িয়ে পড়ার জন্য বহুলাংশে দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা |