নিউজপিডিয়া আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার বিমানবাহী এক রণতরীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জানা গেছে, রবিবার সান ডিয়েগো নৌ ঘাঁটিতে নোঙর করে রাখা একটি বিমানবাহী রণতরীতে বিস্ফোরণ ঘটেছে। যার ফলে ১৮ সৈন্য ও ৪ বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। সেইসঙ্গে যুদ্ধজাহাজটিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রণতরীটি থেকে ভয়াবহ আগুন ও ঘন কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে। ঘটনার সময় ইউএসএস বোনহোম রিচার্ড নামের ওই রণতরীতে প্রায় ২০০ ক্রু উপস্থিত ছিল।
মার্কিন নৌবাহিনীর এক মুখপাত্র কৃষ্ণা জ্যাকসন জানিয়েছেন, রক্ষণাবেক্ষণের উদ্দেশ্যে রণতরীটি সেখানে নোঙর করা ছিল। তবে হঠাৎ ঘটে যাওয়া বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কোনও কারণ জানা যায়নি। আগামী কয়েকদিন ওই আগুন জ্বলার সম্ভাবনা রয়েছে।
আহত কর্মকর্তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলের অবস্থা বিপদমুক্ত বলে জানা গেছে। রণতরীতে থাকা অবশিষ্ট কোনোও সেনাকর্মী নিখোঁজ নয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।