শচীন দাস, ইসলামপুর: মঙ্গলবার নির্বাচনী প্রচারে ইসলামপুরে আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক তার আগের দিন ইসলামপুর বাস টার্মিনাসে তৃণমূলের ডাকা নির্বাচনী জনসভায় জনসম্মুখে অমিত শাহ কে মানব রক্ত খাওয়া রাক্ষস বলে মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা ইসলামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুল করিম চৌধুরী। তার বক্তব্যকে আরও জোরালো ভাবে সমর্থন করলেন এদিনের জনসভার প্রধান বক্তা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। পাশাপাশি করিম চৌধুরী বলেন প্রধানমন্ত্রী যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে দিদি দিদি বলে অপমান করেছেন তার তিনি তীব্র প্রতিবাদ জানান।
সোমবার ইসলামপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুল করিম চৌধুরীর সমর্থনে বাস টার্মিনাসে একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল টাউন সভাপতি গজ্ঞেস দে সরকার ও মানিক দত্ত, ইসলামপুর বিধানসভার তৃণমূলের অবসার্ভার কামালউদ্দিন, ইসলামপুর বিধানসভার তৃণমূলের কোর কমিটির সদস্য ইদ্রিস আলম সহ ইসলামপুর শহর ও ব্লক তৃণমূলের অন্যান্য নেতা কর্মীরা। প্রধান বক্তা সৌমেন মহাপাত্রকে বরণ করে নেন মেহতাব চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। সভার শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন করিম চৌধুরী ও সৌমেন মহাপাত্র।