নিউজপিডিয়া ডেস্কঃ ধীরে ধীরে নিজেদের রাজনৈতিক পরিসর বাড়ানোর পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ভারতের পর নেপাল ও শ্রীলঙ্কায় বিজেপি সরকার গঠনের পরিকল্পনা করছেন অমিত শাহ, জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ইস্ট মোজোয় প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে এমনটাই জানা গেছে।
ফলে বোঝাই যাচ্ছে, শুধু ভারতেই নয় ধীরে ধীরে প্রতিবেশী রাষ্ট্রগুলির দিকেও ঝুঁকছে ভারতীয় জনতা পার্টি। আর এই পরিকল্পনার কথাই শনিবার ত্রিপুরায় বিজেপির একটি পার্টির বৈঠকে প্রকাশ করে ফেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। আরও জানান যে, ভারতের সব রাজ্যগুলি জয়ের পরেই এই কাজে নামবেন অমিত শাহ। বিপ্লব দেবের কথায়, “আমরা রাজ্যের একটি অতিথিশালায় কথা বলছিলাম, যখন অজয় জামওয়াল (বিজেপির উত্তর-পূর্ব অঞ্চলের সম্পাদক) বলেছিলেন যে, দেশের বেশ কয়েকটি রাজ্যে বিজেপি তার সরকার গঠন করেছে। সেই কথার জবাবে শাহ বলেছিলেন, এখন শ্রীলঙ্কা ও নেপাল বাকি। আমাদের শ্রীলঙ্কা ও নেপালেও দলকে প্রসারিত করতে হবে এবং সরকার গঠনের জন্য সেখানে জিততে হবে।”
অমিত শাহের নেতৃত্বের প্রশংসা করে বিপ্লব দেব বলেন, কমিউনিস্টদের রেকর্ড ভেঙে, তাঁর (অমিত শাহ) নেতৃত্বে বিশ্বব্যাপী দল হয়ে উঠবে বিজেপি। এই ঘোষণার পর স্বাভাবিক ভাবেই জল্পনা শুরু হয়ে গেছে সংশ্লিষ্ট মহলে।