সোমনাথ দত্ত, মালবাজার: গতকাল গভীর রাতে ৩১সি জাতীয় সড়কে গাড়ির সাথে হাতির সরাসরি সংঘর্ষে মৃত্যু হলো একটি পূর্ণ বয়স্ক হাতির। ঘটনাটি ঘটেছে চালসা থেকে নাগরাকাটা যাবার পথে পানঝোড়া এলাকায়। এলাকাটিতে জাতীয় সড়কের দু’ধারেই রয়েছে বনাঞ্চল। এদিন হাতির দলটি এক পাশের জঙ্গল থেকে বেরিয়ে ৩১সি জাতীয় সড়ক পেরিয়ে অন্য পাশের জঙ্গলে যাবার সময়ে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিলো যে গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। তবে গাড়ির মধ্যে থাকা আরোহীদের তেমন কোনো আঘাত লাগেনি বলে জানা গেছে।
ঘটনা প্রসঙ্গে, বনদপ্তরের খুনিয়া রেঞ্জের রেঞ্জার রাজ কুমার লায়েক বলেন, “দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করা হয়েছে। মৃত্যু হাতির ময়নাতদন্ত করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
হাতির মৃত্যুকে কেন্দ্র করে ও বনাঞ্চলের মধ্য দিয়ে যাওয়া জাতীয় সড়কের দু’ধারে নিয়ন্ত্রিত গতিবেগে গাড়ি চালানোর বিধিনিষেধ আরোপিত নির্দেশাবলী লাগানো থাকলেও তীব্র গতিতে গাড়ির চালানোর ফলে বন্য প্রাণীদের ক্ষতি হচ্ছে বলে সোচ্চার হয়েছেন পরিবেশ প্রেমী সংগঠনগুলি।
এ প্রসঙ্গে চালসা এলাকার পরিবেশ প্রেমী রোহিত পাশি বলেন, “বনাঞ্চল এলাকায় নির্দিষ্ট গতিবেগে গাড়ি চালানোর নির্দেশাবলী থাকলেও অনেক চালক তা উপেক্ষা করেন। ফলে বন্যপ্রাণীদের চলাচলেঅসুবিধা হয়। এদিন গাড়ির গতিবেগ বেশি থাকায় হাতিটির মৃত্যু হলো। নিয়ম ভঙ্গনকারী গাড়ি চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া উচিৎ বনদপ্তরের।”