সোমনাথ দত্ত, মালবাজার: মঙ্গলবার রাতে রেলব্রিজ পার হতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় মারা গেল এক পুর্নবয়স্ক পুরুষ চিতা বাঘ। ঘটনাটি ঘটেছে মালবাজার ও চালসার মাঝে নেওরানদী রেল ব্রিজ এলাকায়।
স্থানীয় বাসিন্দা সাগর মিঞ্জ, অনিল খেড়িয়া প্রমুখ জানায়, সম্ভবত চিতাবাঘটি রাতের বেলায় রেল সেতু পেরিয়ে আসছিল। সেই সময় চালসা থেকে মালবাজার অভিমুখে কোনও ট্রেন যাচ্ছিল। মনে হয়, সেই ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। চিতাবাঘটি রেলসেতু থেকে ঝুলে ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের বনকর্মীরা। তারা মৃত চিতাবাঘটিকে উদ্ধার করেন।

প্রসঙ্গত মাল বন্যপ্রাণ স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা বলেন, “সম্ভবত ট্রেনের ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে। ওটি পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। আমরা এখন লাটাগুড়ি এনআইসিতে নিয়ে যাব। সেখানে ময়নাতদন্তের পরই সমস্ত বিষয় জানা যাবে।
ঘটনা প্রসঙ্গে চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, “জাতীয় সড়কে মাঝেমধ্যেই গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু, রেল ব্রিজে এই ভাবে ট্রেনের ধাক্কায় চিতাবাঘের মৃত্যু সম্ভবত এই এলাকায় এটাই প্রথম।”