নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: নিউ কোচবিহার নিবাসী মৃন্ময় প্রামানিক ও বিউটি প্রামানিক তাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে সোনারিতে দুঃস্থ মানুষদের খাবার বিতরণ করেন। দুঃস্থ মানুষদের সাহায্য করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন তারা।
স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার অর্গানাইজেশনের উদ্যোগে উক্ত কর্মসূচি সম্পন্ন হল। তিন শতাধিক মানুষদের মধ্যে ডিম ভাত খাওয়ানোর আয়োজন করা হয়েছিল।
বিডিও সংগঠনের কর্ণধার রাজা বৈদ্য বলেন, “এই মহামারিতে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে ৯টি জায়গায় ২২ তম দিন থেকে আমরা দুঃস্থ দরিদ্র মানুষদের দুপুরের আহার প্রদান করছি। আজকের কর্মসূচি পালিত হল কোচবিহার-২ এর অন্তর্গত গোপালপুর অঞ্চলের সোনারি কাকড়ি বাড়ি এলাকায়। আজ দুপুরে তিন শতাধিক মানুষের মধ্যে ডিম ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। মানুষের পাশে থাকতে পেরে মানসিকভাবে শান্তি পাই বলেই এ কাজ চালিয়ে যাচ্ছি আমরা। সারাজীবন এই কাজটাই করে যাব। নিউ কোচবিহার এর মৃন্ময় ও বিউটি কে ধন্যবাদ, আজকের আয়োজনে পাশে থাকার জন্য। মৃন্ময় ও বিউটি-কে প্রথম বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা জানাই।”
মৃন্ময় প্রামানিক বলেন, “মানুষ মানুষের জন্য। ধারাবাহিকভাবে আজ ২২ তম দিনে বিডিও টিম এই মহামারীতে মানুষদের পাশে দাঁড়াচ্ছে, খুব ভালো লাগছে। ভবিষ্যতে তাদের এই কর্মকাণ্ডের পাশে আমি থাকবো। এবারের প্রথম বিবাহ বার্ষিকী অন্যরকম ভাবে পালন হল। কারণ এই মহামারিতে পারিবারিক জামায়াত করা নিষেধ, তাই কিছু মানুষদের পাশে দাঁড়ালাম। প্রতিবছর কিছু না কিছু সামাজিক কাজ করার চেষ্টা করব।”
স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য প্রলয় সরকার ও কৌশিক দাস বলেন, আজকে কিছু মানুষদের দুপুরের আহার করালাম সত্যি খুব ভালো লাগছে। ভবিষ্যতেও আমরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাবো।