নিউজপিডিয়া ডেস্কঃ বিজেপি বরাবরই হিন্দুত্ববাদী একটি দল হিসেবে পরিচিত। একাধিক সময়ে গো বিষয়ক জিনিস নিয়ে বিতর্কেও জড়িয়েছে বিভিন্ন বিজেপি নেতা নেত্রীরা। তবে এর বিপক্ষে হেঁটে বেফাঁস মন্তব্য করে বসলেন অসমের বিজেপি প্রার্থী বনেন্দ্র কুমার মুসাহারি। এক রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কেউ কিভাবে গরুর মাংস নিষিদ্ধ করার চেষ্টা করতে পারেন? এটি ভারতের জাতীয় খাবার”
এই বিজেপি প্রার্থী আরও বলেন, “অসমের পল্লী অঞ্চলের শিক্ষিত মুসলমানদের বোঝা উচিত যে কেউ অসমে বা ভারতের কোথাও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করতে পারে না।” তাঁর এই মন্তব্যের পরই বিতর্ক দানা বেঁধেছে গেরুয়া শিবিরেই। শুধু তাই নয় তাঁর এই মন্তব্যের পর তার বিরুদ্ধে অসমের দিশপুর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছে পূর্বাঞ্চল হিন্দু ঐক্য মঞ্চের সদস্যরা।