রাহুল দেব বর্মন, দিনহাটা: আবুতারা রেলস্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।
ইতিমধ্যে সেখানে পৌঁছেছে নয়ারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আজ, বৃহস্পতিবার দুপুর আনুমানিক একটা নাগাদ আলিপুরদুয়ার থেকে বামন হাট গামী ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত কীভাবে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ল তা জানা যায়নি। ইতিমধ্যে সেই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে নয়ারহাট থানার পুলিশ ও রেল পুলিশ। ওই ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী আছে কিনা তাও খুঁজে দেখছে পুলিশ।