অন্যমনপর্ব
সোমনাথ বেনিয়া
হৃদয় ফিরছে, ছায়াপথে শুভেচ্ছার ফুল ছড়িয়ে…
আগুন নেভাও, শীতলপাটির পাশে রেখো জল
গাছের পাতা মুহূর্ত, বাদ যাওয়া দিনের ষোলো আনা
যে চিৎকার ঘাস হয়ে নিকানো উঠোনে মাথা উঁচিয়ে আছে,
তার কাছে এখনও প্রশ্নহীন বাধ্যতা পাবে…
দরজা খোলা, ঘুণের কড়কড়লিপি সংসারের আত্মকথন
যত চিঠি, তার পুনশ্চে উচ্ছ্বাস না-বলা কথার
ছায়া নিশ্চুপ থাকে শত কথার মাঝে, অর্থ বোঝো তার
নিজের হাতে-হাতে বিশ্রামের বাঁকে বসে থাকে অবসর
দৃষ্টি ফিরছে, সম্পর্কের জ্বরে তোমার নামের জলফেট্টি নিয়ে…