নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: গত সাত ফেব্রুয়ারী কোচবিহার সাহিত্য সভায় বিরক্তিকর সাহিত্য পত্রিকা ও প্রকাশনের উদ্যোগে বিরক্তিকর সাহিত্য উৎসব অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের শুরুতে পত্রিকার সম্পাদক পাপড়ি গুহ নিয়োগী, শ্রীহরি দত্ত, দীপায়ন পাঠক ও নীলাদ্রি দেব স্বাগত ভাষণ রাখেন। তাঁদের বক্তব্যে উঠে আসে পত্রিকার সূচনা, যাত্রাপথ, পত্রিকা থেকে পত্রিকা ও প্রকাশন হয়ে ওঠা, করোনা পরবর্তী সময়ে সাহিত্য উৎসবের চিত্র ও চরিত্রবদল সহ একাধিক বিষয়গুলো। অর্পিতা রাউতের গানে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি সমীর চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় বিভিন্ন ক্ষেত্রের গুণীদের। বিরক্তিকর সম্মাননা পান কথাসাহিত্যে দেবজ্যোতি রায়, কবিতায় সুবীর সরকার, চিত্রকলায় অমিতাভ সেনগুপ্ত, সংবাদ পরিষেবায় গৌতম সরকার ও সাহিত্যে তরুণ প্রতিভা হিসেবে রাহেবুল। জীবনকৃতি সম্মাননা প্রদান করা হয় সমীর চট্ট্যোপাধ্যায়কে। অনুষ্ঠানের একটি পর্বে ‘অরুণেশ ঘোষ স্মৃতি স্মারক বক্তৃতা’য় বক্তা, লেখক ও সম্পাদক শুভময় সরকার আলোচনা করেন কবি অরুণেশ ঘোষ, তাঁর অক্ষরযাপন, হাংরি আন্দোলন সহ বিভিন্ন বিষয়ে।
প্রকাশিত হয় বিরক্তিকর পত্রিকার তৃতীয় বার্ষিক সংখ্যা। প্রকাশিত হয় বিরক্তিকর প্রকাশনের গল্পবই ‘ঢেউ’ (সঞ্জয় কুমার নাগ); কবিতাবই ‘ভাঙা সম্পর্কের গান’ (সুবীর সরকার), ‘ধ্রুপদী শূন্যতা’ (পার্থ সারথি চক্রবর্তী), ‘শূন্যতা ছুঁয়ে’ (বিনীতা সরকার), ‘গোপনকথা’ (মাসুদ হাসান), ‘মুখোশ পৃথিবী’ (নাদিরা আহমেদ)। প্রকাশিত পত্রিকা ও বই বিষয়ে আলোচনা করেন কবি গৌতম গুহ রায়। প্রকাশিত কবিতাবই থেকে কবিতা পাঠ করেন কবিরা। উপস্থিত ছিলেন নৃপেন্দ্রনাথ পাল, কৃষ্ণপ্রিয় ভট্টাচাৰ্য, উজ্জ্বল আচার্য, গৌতম ভাদুড়ী, সুচন্দ্রা ভট্টাচাৰ্য সহ উত্তরের সাহিত্য সংস্কৃতি জগতের অনেকেই। দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানকে প্রাণবন্ত রাখেন অম্বরীশ ঘোষ।