অপূর্ব বর্মন, মেখেলিগঞ্জ: রানীরহাট মহিলা সমবায় সংঘের পক্ষ থেকে গত কয়েক বছর ধরে শুধুমাত্র মহিলা বা সমবায় সংঘের সদস্যাদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই মোতাবেকে আজ, শনিবার মেখেলিগঞ্জ ব্লকের রানীরহাটে, স্থানীয় শৌলমারি হাই স্কুলের মাঠে, রানীরহাট মহিলা সমবায় সংঘের পক্ষ থেকে একটি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অয়োজন করা হয়।

এদিনের এই ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেখেলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার, রানীরহাট অঞ্চলের প্রধান ফুলেশ্বর রায় ও উপ-প্রধান শান্তনা অধিকারী ও শৌলমারি হাই স্কুলের প্রধান শিক্ষক সঠিক চন্দ্র রায়। এই ক্রীড়া অনুষ্ঠান প্রসঙ্গে, মেখেলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিয়তি সরকার জানান, খেলাধুলার মধ্য দিয়েই মানুষের মন ও স্বাস্থ্য ভালো থাকে, আর এই খেলাধুলার মধ্য দিয়েই একতাবোধ গঠন সম্ভব, আর একতাবোধ গঠন করার উদ্দেশ্য নিয়েই প্রত্যেক বৎসর, শুধুমাত্র মহিলা সমবায় সংঘের সদস্যাদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ব্যাপারে রানীরহাট অঞ্চলের প্রধান ফুলেশ্বর রায়ও একই কথা জানান।