
আবু সেলিম আজাদ, কোচবিহার: সুস্থ ও স্বাভাবিক পরিবেশ রাখতে সাতমাইল বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে গতকাল।করোনা মোকাবিলা টিম,লোকাল প্রশাসন,সাতমাইল সতীশ ক্লাবের সদস্য ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে বাজারে স্প্রে-এর কাজ সম্পন্ন করা হয়েছে।করোনা মোকাবিলা টিমের সদস্য অমল রায় জানিয়েছেন,”করোনা পরিস্থিতি মোকাবিলায় বাজারে জীবাণুনাশক স্প্রে করা খুবই প্রয়োজন ছিল।টিমের স্বেচ্ছাসেবক সদস্যরা সকলে খুব সুন্দরভাবে কাজ করেছে।স্থানীয়
গ্রাম পঞ্চায়েত শিশির ঈশোর জানিয়েছেন,”সাতমাইল বাজারসহ, বাজারের আশেপাশের গলি গুলিতে এবং বাজারের মধ্যে বিদ্যমান মসজিদ ও মন্দিরে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।”
ক্লাবের ছেলেরা যেভাবে মানবসেবায় উদ্যোগ নিচ্ছেন তাতে তিনি অত্যন্ত খুশি বলে জানিয়েছেন সাতমাইল সতীশ ক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম।
জীবাণুনাশক স্প্রে করার পর ব্যবসায়ী বাপি সাহা জানিয়েছেন, “এতদিন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে করোনা ভাইরাসের একটি আতঙ্ক কাজ করতো,আজকের পর থেকে সেই আতঙ্ক একটু হলেও কমবে।”