
মোশাররাফ চৌধুরী: করোনা মহামারি মোকাবিলায় বিভিন্ন দেশকে পিছনে ফেলে এক ধাপ এগিয়ে গেল জার্মানি। অধিকাংশ দেশ যখন করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে সেখানে দেশটি সকল নাগরিকদের এন্টিবডি পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাসে থেকেই এর নমুনা সংগ্রহ শুরু হবে। এর মধ্য দিয়ে দেশটি ভাইরাসের কার্যক্ষমতা, আক্রান্তের সংখ্যা দেখার পাশাপাশি করোনা প্রতিরোধে নাগরিকদের শরীরে ইমিউনিটি বৃদ্ধি করতে হবে কিনা সেই তথ্যও জানতে চাইছে।
ইতিমধ্যে মিউনিখের ৩ হাজার নাগরিককে বেছে নেওয়া হয়েছে এন্টিবডি পরীক্ষার জন্য। যারা কোন লক্ষণ ছাড়াই এই মারন রোগে আক্রান্ত হয়েছেন, আবার সেরেও উঠেছেন।
জার্মানিই একমাত্র দেশ, যেখানে এমন গবেষণা শুরু করেছে। এসবের মধ্যে দিয়ে তারা করোনা মোকাবিলায় এগিয়ে গেল। ভয়ঙ্কর রোগটিকে নিয়ন্ত্রণ করে যত দ্রুত সম্ভব স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যেও তারা অন্যদের তুলনায় এগিয়ে রইল।