নিউজপিডিয়া ডেস্ক, ১৬ জুলাইঃ আবারও কেষ্টর মুখে কুকথা। “রেশন নিয়ে কেউ আন্দোলন করতে এলে হাত পা ভেঙে দাও”,বুধবার মল্লারপুর কর্মীসভা থেকে এমনই নিদান দিলেন অনুব্রত মণ্ডল। এনিয়ে বিতর্কের ঝড় বইছে রাজ্য রাজনীতিতে।

করোনা আবহে রেশন দুর্নীতি নিয়ে শাসক দলের বিরুদ্ধে বার বার অভিযোগ এনেছে বিজেপি। তার জেরে ময়ূরেশ্বর ব্লকের ৫৭ জন ডিলার নিরাপত্তার অভাব তুলে মঙ্গলবার গণইস্তফা দিয়েছে। সেই প্রসঙ্গ টেনে এনে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল নির্দেশ দেন যে রেশন নিয়ে কেউ আন্দোলন করতে এলে হাত পা ভেঙে দিতে। তাঁর এই মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক।
অনুব্রত বলেন,”ঠুঁটো জগন্নাথের মতো দেখছিস? হাত পা নাই নাকি তোদের? নুলো হয়ে গিয়েছিস? বেরিয়ে হাত পা ভেঙে দে। কাজ কম্ম ছেড়ে ফ্ল্যাগ হাতে কেউ আন্দোলন করতে এলে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে না দেখে।” তিনি এমনই নির্দেশ দিয়েছেন দলীয় কর্মীদের। কেষ্ট বাবুর এই মন্তব্যের পরই শুরু হয় বিতর্ক। পাল্টা পা ভাঁঙার হুশিয়ারিও দিয়েছেন বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়। তিনি বলেন,”কেউ ইঁট ছুঁড়লে আমরা পাল্টা পাটকেল দিবো। এক পা ভাঙলে, দুই পা ভেঙে দেবো। ছাড়ব না।”