নিউজপিডিয়া ডেস্ক: সাম্প্রতিক সময়ে তবলিগি জামাতকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। এমন ঘটনাগুলিতে সাম্প্রদায়িক রং দেওয়া এবং মিথ্যা খবর ছড়ানোয় বিভিন্ন মিডিয়ার বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্র এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার থেকে জবাব চেয়েছে।
জামাতের মতো ঘটনায় সাম্প্রদায়িক রং লাগানো হলে পরবর্তীতে তা আইন-শৃঙ্খলাজনিত সমস্যার সহায়ক হবে- বুধবার এমনই মন্তব্য করেন প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। এ বিষয়ে সরকারের সদা সতর্ক থাকা উচিত। প্রধান বিচারপতি সলিসিটর জেনারেল তুষার মেহতাকে উদ্দেশ্য করে বলেন, “আইন-শৃঙ্খলাজনিত বিষয়ে মানুষকে প্ররোচনা দিতে দেবেন না।”
তিন সদস্যের ডিভিশন বেঞ্চটি নিউজ ব্রডকাস্টার এসোসিয়েশনকেও মামলায় অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছে আবেদনকারীদের। পাশাপাশি সুপ্রিম কোর্ট আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করতে বলেছে কেন্দ্রীয় সরকারকে। এই জাতীয় ঘটনায় সাম্প্রদায়িক রং চাপানো বন্ধ নিশ্চিত করতে কেন্দ্র এবং প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া’র গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কেও জানতে চাওয়া হয়েছে দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে।