নিউজপিডিয়া ডেস্ক: নভেল করোনা ভাইরাস মহামারির মাঝেই ফের একবার ভারত, চীন সীমান্তে তৈরি হলো বিশৃঙ্খল পরিস্থিতি। সিকিমের ভারত ও চীন সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ বাঁধে। বেশ কিছুক্ষণ ধরে চলে হাতাহাতি। সূত্রের খবর অনুযায়ী, শনিবার রাতে সিকিমের নাকু লা তে সংঘর্ষে জড়িয়ে পরে ভারত ও চিনের সেনাবাহিনী। এতে ভারতের ৪ জন ও চিনের ৭ জন গুরুতর আহত হন। নর্থ সিকিমের নাকু লা সেক্টরটি মগুথাংয়ের সামনে অবস্থিত। ফলে এতে সড়ক যোগাযোগ নেই। তাই এই এলাকাটি রক্ষণাবক্ষেণ করা হয় হেলিকপ্টার এর মাধ্যমে। গতকাল রাতে নজরদারি চালানোর সময় দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন দুই দেশের সেনাদের সংঘাত এতটাই প্রবল ছিল যে দুই দেশের সেনাদের বেশ কয়েকজন গুরুতর আহত হন। এর পর প্রটোকল মেনে সমস্যার সমাধান করা হয়েছে বলে জানা যায়। ভারতীয় সেনার তরফ থেকে জানা যায় দুই দেশের সেনার মধ্যে অনেকক্ষণ ধরে ‘ফেস অফ’ চলে। অনেকদিন পরে এই দুই দেশের মধ্যে এরকম অপ্রীতিকর অবস্থা তৈরি হয়েছে বলে জানা যায় সেনার তরফ থেকে। শুধু সিকিমের নাকু লা নিয়েই নয় এর আগের ভুটানের ‘ডকুলাম’ নিয়েও ভারত চিনের মধ্যে সংঘর্ষ লাগে। প্রায় ৭০ দিন ধরে চলা এই সংঘর্ষ আন্তর্জাতিক মাত্রা পায়। দুই দেশের সেনার মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেজিংয়ে গিয়ে শি জিনপিং এর সাথে কথা বলে সমস্যার সমাধান করেন।