নিজস্ব সংবাদদাতা, মেটেলী: বাইসন মেরে মাংস দিয়ে ভুরিভোঁজ করার ঘটনায় গ্রেফতার হলো ১ ব্যক্তি। জানা যায়, টিলাবাড়ি অঞ্চলের একাধিক গ্রামবাসী একত্রিত হয়ে গরুমারার জঙ্গল থেকে একটি বাইসন শিকার করে। কিন্তু গ্রামে নিয়ে আসার সময় বাইসনটি আটকে পড়ে কাঁদায়। তাই সেখান থেকেই গ্রামবাসীরা বাইসনটিকে কেটে মাংস নিয়ে আসে গ্রামে। সেখানেই রান্না হচ্ছিল বাইসনের মাংস। এমনকি বেশ কিছু নেশাদ্রব্যও পাওয়া গিয়েছে।
গোপন সূত্রে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় বনকর্মী সহ পুলিশ প্রশাসন। এই ঘটনায় ৯ জন জড়িত থাকলেও পুলিশ সোমরা ওঁরাও নামের এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজ চালানো হচ্ছে। এমনকি বনদফতরের প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর অরল্যান্ডো-কেও নামানো হয়েছে।
ধৃত ওই ব্যক্তিকে শুক্রবার জেলা আদালতে পেশ করা হলে বিচারক ধৃতকে ৩ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। ওই ব্যক্তিকে ২৪ তারিখ পুনরায় আদালতে তোলা হবে।
উল্লেখ্য যে, এর পূর্বে ২০১৮ সালেও জলপাইগুড়ি জেলায় এই ঘটনা দেখা গিয়েছিল। এবার ফের এই ঘটনার পুনরাবৃত্তি ঘটল।