নিউজপিডিয়া ডেস্ক: কোচবিহার জেলা পুলিশ ফের বড় সাফাল্য পেলো গাঁজা পাচারকারীদের বিরুদ্ধে। আজ বিশেষ সূত্রে খবর পেয়ে ফের ১২০ কেজি গাঁজা সহ ২জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে, কোচবিহার জেলার চাঁন্দামারি গ্রাম পঞ্চায়তের কাঁঠাল বাড়ি এলাকায়। জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় একটি বাড়িতে অভিযান চালালে সেখান থেকে উদ্ধার করা হয় ১২০ কেজি গাঁজা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুই ব্যক্তির নাম শ্যাম প্রসাদ বিশ্বাস ও তার ভাই গুরুপাদো বিশ্বাস। তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এই গাঁজা পাচারের সাথে আরও কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। তবে গাঁজার বিরুদ্ধে চোরকারবার রুখতে কোচবিহার পুলিশের এই অভিযান চলবে বলে জানা গেছে।