মহাদেব প্রামানিক, জলপাইগুড়ি: শনিবার সকালে নাগরাকাটার ভানু মোড়ে নাকা চেকিং করতে গিয়ে ট্রাক ভর্তি অবৈধ মদ সহ দুইজনকে গ্রেফতার করল নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন। ঐ ট্রাকটিকেও বাজোয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন সঞ্জু বাবু। মোট ১০৫ কার্টুন মদ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া দুইজন চালক ও খালাসি। তাদের নাম সানা সিং ও লিলা গোগোই। সানার বাড়ি আসামের কার্বিয়ান লং এলাকায়। লিলার বাড়ি আসামের গোলাঘাটে।
জানা গিয়েছে গাড়িটা আসাম থেকে বিহার যাচ্ছিল পাচারের উদ্দেশ্যে। দশটার সময় ভানুমোড় এলাকায় নাকা চেকিং চলছিল। এরপর ট্রাকটিকে চেকিং করতেই ধরা পড়ে যায়।