নিউজপিডিয়া ডেস্কঃ বাংলার মসনদ জিততে মরিয়া বিজেপি-তৃণমূল দু’পক্ষই। আর তাই বাংলার বিধানসভা ভোট এগিয়ে আসতেই পাল্টা সভার পাশাপাশি পাল্টা দলের সদস্য বাড়ানোর খেলায়ও নেমে পড়েছে দু’দল। সকালে তৃণমূলে কেউ যোগ দিচ্ছে, তো বিকেলেই বিজেপিতে কেউ। কার্যত খেলা পুরো জমে উঠেছে। প্রতিনিয়ত স্লোগানও উঠছে ‘খেলা হবে’। আজ, বুধবার বিজেপিতে যোগ দিলেন অশোক দিন্দা। মনোজকে টেক্কা দিতেই এই যোগ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
এদিন বিজেপির তরফ থেকে লেবুতলা পার্কে শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংয়ের উপস্থিতিতে র্যালি হয়। আর তার পরেই বিজেপিতে যোগ দেন মনোজের প্রাক্তন সতীর্থ অশোক দিন্দা। এদিন শুভেন্দু, রাজীবের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও।
এদিনই দিন্দার সঙ্গে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা অর্থাৎ প্রাক্তন কাউন্সিলরের প্রবীর ঘোষের ছেলে সজল ঘোষও।