ফিরোজ হক, মেটেলী: চারিদিকে গ্রাম ও বাগানে ঘেরা শহর হলো মালবাজার। বর্তমানে অধিকাংশ চা বাগানের অবস্থা ভালো না থাকায় কষ্টের মধ্যেই দিনযাপন করছে চা বাগানের বাসিন্দাদের। একদিকে অভাব তাদের নিত্যসঙ্গী, অন্যদিকে রয়েছে শীতের প্রকোপ।

এমন অবস্থায় শীতের মধ্যে কম্বলহীন অবস্থায় দিন কাটছিল একাধিক মানুষের। এমন অবস্থায় তাদের সহযোগিতার হাত প্রসারিত করলো মালবাজারের মাতৃসঙ্ঘ জনকল্যাণ আশ্রম। বুধবার সংস্থার পক্ষ থেকে ১৫০ জন দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ করলেন সংস্থার সদস্যরা। এইদিন কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরি ঘোষ, রাজু চক্রবর্তী, পাপ্পু দে প্রমুখ।