নিউজপিডিয়া ডেস্ক, ৩০ জুনঃ গালওয়ানে ভারত চীন সীমান্ত সংঘর্ষের মধ্যেই ভারতের ৪২৩ মিটার এলাকার দখল নিল চীন। সংবাদ মাধ্যম এনডিটিভি উপগ্রহ চিত্রের উল্লেখ করে এমনটাই দাবি করেছে।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ জুলাইয়ের উপগ্রহ চিত্র থেকে সীমান্তে চীনের ১৬ টি তাবু, ত্রিপল ও ১৪ টি সাঁজোয়া গাড়ির অবস্থান লক্ষ্য করা গেছে। ১৯৬০ সালের নামাঙ্কিত দ্রঘুমারেখার উল্লেখ করে গালওয়ানের ওই বিশেষ এলাকা নিজেদের বলে দাবি করছিল বেইজিং। তার ফলস্বরূপ এবার সেই এলাকা কবজা করে নিল তারা।
সাম্প্রতিক ধারণকৃত এই সব উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এনডিটিভি জানিয়েছে, ভারত চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে গলওয়ান নদীর পাড়ে দিব্যি সৈন্য ঘাঁটি নির্মাণ করে চলছে চীন। গত গত ২২ মে থেকে ২৬ মেয়ের মধ্যে এই উপগ্রহ চিত্রগুলো ধারণ করা হয়েছে পেট্রলিং পয়েন্ট ১৪ এর।
তবে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গোয়েন্দারা জানান, চিনা বাহিনী প্রকৃতপক্ষে অনুপ্রবেশ করছে ১৩৭ মিটার। কিন্তু রাজনৈতিক মহলের দাবি, উপগ্রহ চিত্রে চিনা বাহিনীর দখলকৃত এলাকা হিসেবে এমন এলাকা দেখানো হয়েছে যেখানে ভারতীয় সেনা গত ১০ বছর ধরে পেট্রলিং করে আসছে। তাহলে চীনের বাহিনীর পক্ষে কী করে সম্ভব উক্ত এলাকার দখল নেওয়া?