নিউজপিডিয়া ডেস্ক, ১৬ জুনঃ সোমবার রাতে গালওয়ান উপত্যকায় চিনা সেনাদের হামলায় শহিদ হয়েছেন অন্তত ২০ জন ভারতীয় জওয়ান। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে সূত্রের খবর।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাতে ভারতীয় বাহিনীর উপর হামলা চালায় চিনা ফৌজ। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। সেই সংঘর্ষে অন্তত বিশজন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন অনেকেই। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি ফেরানোর জন্য সামরিক এবং কূটনৈতিক দুই স্তরের আলোচনা চালাচ্ছে ভারত ও চীন।