নিউজপিডিয়া ডেস্ক, ২৩ জুনঃ দেশের করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪০ হাজার ১৫ জন। করোনায় মৃত্যু বেড়ে ১৪ হাজার ১৫ জন। এই পরিস্থিতিতে পিএম কেয়ার ফান্ডের টাকায় দেশের প্রযুক্তিতে তৈরি হবে ভেন্টিলেটর।
মঙ্গলবার PMO-র এক বিবৃতিতে বলা হয়েছে যে, পিএম কেয়ার ফান্ড থেকে ২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এই ২ হাজার কোটি টাকা থেকে ৫০ হাজার মেড ইন ইন্ডিয়া ভেন্টিলেটার তৈরি করা হবে হচ্ছে। ইতিমধ্যে ২ হাজার ৯২৩ টি ভেন্টিলেটর তৈরি হয়ে গিয়েছে।
50,000 Made in India ventillators under PM CARES Fund; So far 2923 ventilators manufactured, out of which 1340 ventilators already delivered to States/UTs. Prominent recipients incl Maharashtra (275), Delhi(275), Gujarat (175), Bihar(100),Karnataka(90),Rajasthan(75): PMO#COVID19 pic.twitter.com/MW5bLLLOcW
— ANI (@ANI) June 23, 2020
করোনা মোকাবেলায় পিএম কেয়ার ফান্ড তৈরির ঘোষণা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর তহবিলে মুক্তহস্তে দান করেন দেশের বহু শিল্প প্রতিষ্ঠান থেকে শুরু করে বলিউড সেলিব্রিটি।
আপাতত ১৩৪০ টি ভেন্টিলেটর বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পাঠানো হয়েছে। PMO-র বিবৃত অনুযায়ী মহারাষ্ট্রে ২৭৫ টি ভেন্টিলেটর, দিল্লিতেও ২৭৫ টি ভেন্টিলেটর, গুজরাটে ১৭৫ টি ভেন্টিলেটর, বিহারে ১০০ টি ভেন্টিলেটর ও কর্ণাটকে ৯০ টি ভেন্টিলেটর এবং রাজস্থানে ৭৫ টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে।