জলপাইগুড়ি, ২৯ জুলাই: মাত্র ২০ বছর বয়সে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন সুপ্রিয় চন্দ। মঙ্গলবার বিকালে প্রকাশিত একটি তালিকায় তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র হিসাবে নাম পাওয়া যায় তাঁর। সুপ্রিয়-র এই সাফল্যে খুশি জলপাইগুড়ির তৃণমূল কর্মীরা।
সুপ্রিয় জলপাইগুড়ির কংগ্রেস পাড়ার বাসিন্দা। জলপাইগুড়ি জেলা স্কুল থেকে পড়াশোনা করে সে চলে যায় কলকাতার প্রেসিডেন্সি কলেজে। বর্তমানে সে ইতিহাস অনার্স নিয়ে পড়াশোনা করসে। তবে প্রশ্ন থেকে যায় মাত্র ২০ বছর বয়সে কীভাবে এই সাফল্য?
সুপ্রিয় কলকাতার প্রেসিডেন্সি কলেজে যাওয়ার পর থেকেই রাজনীতিতে যোগ দেয়। প্রেসিডেন্সি কলেজের থেকে ছাত্রপরিষদের মুখ হিসাবে সে একাধিক সংবাদমাধ্যমে বক্তৃতা দেন। যা ভালো লেগে যায় দলের সুপ্রিমোর। জানা যায়, তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর ডেরেক ও’ ব্রায়েন সুপ্রিয়কে ফোন করে তাঁর এই সাফল্যের কথা জানায়। সুপ্রিয় বলেন, “আমি গর্বিত যে, জলপাইগুড়ি থেকে মাত্র ২০ বছর বয়সে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আমার দায়িত্ব ও কাজ হবে দলের ও সরকারের কাজ সাধারণ মানুষের কাছে প্রচার করা।”