ফিরোজ হক্, মেটেলী: কিছুদিন পূর্বে মেটেলীতে দিল্লি ফেরত এক যুবকের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায়। তখন থেকেই ভিন রাজ্যের শ্রমিকদের নিয়ে ভীতির সৃষ্টি হয় মেটেলীবাসির মনে। এই ভীতি দূরীকরণে অভিনব উদ্যোগ গ্রহণ করলো মেটেলীর ‘করোনা প্রোটেক্সন কমিটি।’
সোমবার এই কমিটির উদ্যোগে ভিন রাজ্য ফেরত শ্রমিকদের জন্য মেটেলী স্পেশাল বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইন সেন্টার গঠন করা হল। তবে এই কোয়ারেন্টাইন সেন্টারে শুধুমাত্র মেটেলী বাজারের স্থানীয় পরিযায়ী শ্রমিকরাই থাকতে পারবেন। কমিটির এই উদ্যোগে খুশি হয়েছেন মেটেলীর স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য যে, কিছুদিন পূর্বে মেটেলীর স্থানীয় রাজনৈতিক দলগুলির প্রতিনিধি ও শুভ্যানুধায়ী ব্যক্তিদের উদ্যোগে এই কমিটি গঠন করা হয়।