সোমনাথ দত্ত, মালবাজার: করোনা আবহের মধ্যেও সামাজিক দূরত্ববিধি বজায় রেখে শিলিগুড়ি রোটারি ব্লাড ব্যাংক এর সহযোগিতায় মাল শহরের এ. টি. ও ক্লাব প্রাঙ্গনে ক্লাবের সদস্যরা আয়োজন করেছিলেন রক্তদান শিবির। যে শিবিরে দুজন মহিলা সহ মোট ৪২ জন রক্ত দেন। এ প্রসঙ্গে ক্লাব সভাপতি কৌশিক ঘোষ বলেন আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করে থাকি তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে রক্তের যোগান কমে গেছে। সেই কথা মাথায় রেখে সামাজিক দূরত্ববিধি মেনে আজ রক্তদান শিবির আয়োজন করা হয়। সকালে ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করে রক্তদান কর্মসূচি পালন করা হয়। অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয় বর্তমান পরিস্থিতির কারণেই। বর্তমান পরিস্থিতিতে অনেকেই রক্ত দিতে পারেননি বলে তিনি জানান, অন্যথায় তা প্রায় শতাধিক হয়ে যেতো বলে তিনি বলেন।
রক্তদান শিবিরে রক্ত প্রদান করে এলাকার প্রাথমিক শিক্ষক প্রদ্যুম্ন দাসগুপ্ত বলেন আমি বিভিন্ন সময়ে রক্ত দিয়ে থাকি। বর্তমানে অনেকেই করোনা আবহে রক্ত দিতে ভয় পাচ্ছেন। তবে ভয় পাবার কিছু নেই বলেই আমি মনে করি। রক্তদান একটি মানুষের জীবন বাঁচাতে সাহার্য্য করে। তাই সকলেরই এই মহৎ কাজে এগিয়ে আসা উচিৎ বলেই তিনি মনে করেন।