নিউজপিডিয়া ডেস্ক: পুলিশকে মারধরের অভিযোগ উঠেছে মধ্যপ্রদেশের শিউপুরে। জানা গেছে, বালি বহনকারী কিছু ট্রাক থামাতে গেলে ট্রাক কর্মীদের দ্বারা আক্রমণের শিকার হতে হয় দায়িত্বরত পুলিশ কর্মীদের। সেই কারণে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ সুপার সাম্পাত উপাধ্যায় জানিয়েছেন, ‘পুলিশ সদস্যরা মোড়েনার কাছে বালি বহনকারী ট্রাকগুলি থামিয়েছিল। তারা পুলিশদের সাথে জালিয়াতি করে এবং তাদেরকে ধাক্কা দেয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) সম্পর্কিত অনুচ্ছেদে মামলা করা হয়েছে।’
ইতিমধ্যে ঘটনা সম্পর্কিত ভাইরাল হওয়া একটি ভিডিও প্রকাশিত হয়েছে। তাতে কিছু লোককে থামতে দেখা যায় পুলিশকর্মীদের। ঘটনায় ধাক্কা খেয়ে এক পুলিশকর্মী পড়ে যায়।