নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: জোরপূর্বক খেলার মাঠকে নিজের ব্যক্তিগত সম্পত্তি বলে দাবী করছে দিনহাটা ২নং ব্লকের উত্তর খাটামারীর দুই তিনটি পরিবার। খাটামারী এ পি স্কুলের সন্মুখস্থিত এই প্রায় তিন বিঘা জমির এই মাঠটি প্রায় অর্ধ শতক ধরে ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন স্মৃতি বহন করে আসছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করছেন। কিন্তু এই পঞ্চাশ বছরের স্মৃতি মুছে দিয়ে জোর পূর্বক জমিতে হালচাষ করে তা নিজেদের সম্পত্তি বলে দাবি করে বসলো স্থানীয় দুই তিনটি পরিবার।
সম্প্রীতি এমন ঘটনাটি ঘটেছে দিনহাটা দুই নং ব্লকের খাটামারী এলাকায়। স্থানীয় খাটামারী অগ্রদূত সংঘ ক্লাবের সদস্যরা মাঠ বাঁচাতে রীতিমতো লড়াই করে যাচ্ছে গণতান্ত্রিক উপায়ে। ক্লাব সদস্যরা জানাচ্ছেন পাশ্ববর্তী নান্দিনা ও খাটামারী দুই গ্রামের সীমানা বরাবর এই মাঠে দুই গ্রামেরই ছেলেরা খেলাধুলা ও শরীরচর্চা করে। জেলার বিভিন্ন প্রান্তের কিংবদন্তি ক্রিকেটার ও ফুটবলার রা বিভিন্ন সময়ে এই মাঠে এসে খেলাধুলা করেছেন ও অন্যান্য নজির গড়ে গেছেন। এই মাঠে শরীরচর্চা করেই দেশের বিভিন্ন প্রান্তে সেনাবাহিনীতে কাজ করে দেশের সেবা করে যাচ্ছে অনেক ছেলে।
অথচ এখন এই মাঠটির ব্যক্তিগত লোভে পড়েছে এলাকার কয়েকজন লোকের। গ্রামবাসীদের আশঙ্কা, মুছে যেতে চলেছে কয়েক দশকের বহন করা সুমধুর স্মৃতি। মাঠকে নিজেদের ব্যক্তিগত অধিকারে নিতে হিংসাত্মক কার্যকলাপের আশ্রয় নিচ্ছে তারা বলে অভিযোগ। বিভিন্ন চক্রান্তে ফাসাতে চাচ্ছে স্থানীয় ছেলেদের। আর এই অসাধু চক্রে মাথা গলিয়ে সমস্ত একালাবাসীর আবেগকে হুমকির মুখে ফেলে দিতে দুষ্কতীদের ব্যবহার করছে টাকার বিনিময়ে ওই কয়েকটি পরিবার। ক্লাবের সদস্য আবু সেলিম নিউজপিডিয়াকে জানান, ‘তারা মাঠ কিছুতেই ছাড়বে না। প্রয়োজন হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবে।”