পূর্ব মেদিনীপুর, সৌমেন সেন: পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথিতে থেকে মারিশদা যাওয়ার পথে ১১৬ বি নম্বর জাতীয় সড়কে শুক্রবার দুপুর বারোটার দিকে অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা যান।
যাত্রী বোঝাই একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। স্থানীয়দের মতে, ঘটনাস্থলেই অটোর চালক এবং একজন যাত্রী মারা যান। বাকি ছয় জন যাত্রীকে তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা ও সিভিক পুলিশের সহযোগিতায় কাঁথি মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে আসে মারিশদা থানা ও কাঁথি থানার পুলিশ কর্মীরা।
এই ঘটনার পর কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে।
মারিশদা থানার পুলিশ এসে অটোটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।