নিউজপিডিয়া ডেস্কঃ আসন্ন বাংলার বিধানসভা নির্বাচন। তার আগেই মাস্টারস্ট্রোক মমতার। সোমবার থেকেই কলকাতায় মিলবে ৫ টাকায় ডিম-ভাত। সোমবার বিকেল ৩টেয় মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি একসঙ্গে এই ১৬ টি বরোতের পরিষেবার সূচনা করবেন। তবে আপাতত কলকাতার ১৬টি বরোতে দুপুরে এই ডিম-ভাতের যোগান দেবে পুরসভাগুলি।
উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি স্বয়ং মুখ্যমন্ত্রীর নিজের পেশ করা বাজেট পাশ হওয়ার সাতদিনের মধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ‘মায়ের রান্নাঘর’ চালু হচ্ছে। বাজেটে তিনি গরিবদের জন্য এই রান্না করা খাবার চালু করার ঘোষণা করেন। জানা গেছে, ভাতের সঙ্গে ডিম-ভাতের পাশাপাশি থাকবে সবজি ও ডাল। মঙ্গলবার থেকেই প্রতিদিন দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত মিলবে এই ‘মায়ের রান্নাঘরের’ খাবার। তবে নবান্ন সূত্রে জানা গেছে, ভোটের আগেই রাজ্যের সমস্ত জেলায় এই প্রকল্পটি চালু হবে।