রাহুল বাগ, ঝাড়গ্রাম: স্বর্গ ছেড়ে যমরাজ এবার সরাসরি মর্তে নেমে এল। সোমবার ঝাড়্গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে অভিনব পদ্ধতিতে করোনা নিয়ে সচেতনতা প্রচার এর আয়োজন করা হয়। ওই প্রচারে অংশগ্রহণ করেছিলেন লোক শিল্পীরা। যাদের মধ্যে কেউ সেজেছিলেন যমরাজ, যমদূত, চিত্রগুপ্ত। তারা সকলকে মাস্ক ব্যবহার করার আবেদন জানান এবং করোনা নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান । সেই সঙ্গে রাজ্য সরকারের বিধিনিষেধ গুলি মেনে চলার আবেদন জানান।
ঝাড়গ্রাম শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে তারা করোনা নিয়ে সচেতনতামূলক প্রচার করেন। যা দেখতে উৎসাহী মানুষরাও রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়ে। তারা সর্বস্তরের মানুষের কাছে আবেদন করেন করোনা হলে কি কষ্ট হয় মানুষের তা সকলেরই জানা। তাই করোনা কে দূর করার জন্য সকলকে সচেতন হওয়ার আবেদন জানানো হয়। সেই সঙ্গে তারা বলেন জ্বর ,সর্দি, কাশি হলে হাসপাতালে যাবেন, চিকিৎসা করাবেন। করোনা নিয়ে ভয় পাবেন না আতঙ্কিত হবেন না সচেতন হবেন।
এই অভিনব পদ্ধতি তে করোনা নিয়ে সচেতনতা মূলক প্রচারকে স্বাগত জানিয়েছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা। সেইসঙ্গে এই অভিনব প্রচার তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।