
নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ : করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত এখন গোটা বিশ্ব। ইতিমধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে গোটা বিশ্বে মৃতের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ। ফলস্বরূপ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশ লক ডাউন ঘোষণা করেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে লক ডাউনের সময়সীমা আরো ১৫ দিন বাড়ানো হয়েছে।
লক ডাউন পালনের জন্য প্রশাসন যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করে চলেছে। আজ মুর্শিদাবাদের ইসলামপুর থানার উদ্যোগে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের দিয়ে একটি সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডোমকল মহকুমার এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরী, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত ওসি আব্দুস সালাম সাহেব, রাণীনগর -১ ব্লক আধিকারিক মোহাম্মদ ইকবাল সাহেব, পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান বাপীসহ এলাকার শতাধিক ইমাম ও শুভবুদ্ধি সম্পন্ন মানুষগণ।
উপস্থিত আলোচকগণ সবাই করোনা ভাইরাস নিয়ে সকলকে সচেতন থাকার আহব্বান জানান।বিশ্বজুড়ে মহামারী রুখতে প্রত্যেক মসজিদের ইমামদের এলাকার সমস্ত মুসল্লিদের সচেতন করতে আহ্বান জানান ।প্রত্যেক মসজিদে অল্প সংখ্যক কিছু মানুষদের জামাত করার ও সকলকে বাড়িতে নামাজ পড়ার আবেদন করেন আলচকগণ। দেশে মহামারী হলে ইসলামী শরীয়ত আমাদের কি শিক্ষা দিয়েছেন সে বিষয়ে এলাকার ইমামগণ আলোকপাত করেন ।