নিউজপিডিয়া ডেস্ক: দেশে দিন দিন বেড়েই চলেছে করোনার সংক্রমণ। আর সবচেয়ে খারাপ অবস্থা মহারাস্ট্রে। আর এই মহারাস্ট্রে স্বাস্থ্য সঙ্কট মোকাবেলা করার জন্য আইটি সিজারের উইপ্রো লিমিটেডের প্রধান আজিম হাশিম প্রেমজি তাঁর আইটি ফ্যাসিলিটি করোনা হাসপাতালে পরিণত করলেন। ৪৫০ টি বেড সম্বলিত এই হাসপাতালটি মহারাষ্ট্র সরকার ও উইপ্রো এর সাথে মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার এক মাসের মধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।
গত বৃহস্পতিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে অনলাইনে এই হাসপাতালের শুভ সূচনা করেছেন। বৃহস্পতিবার মহারাষ্ট্র সরকারের অফিসিয়াল টুইটার থেকে টুইট করে জানানো হয়েছিল, “পুনেতে উইপ্রো দ্বারা প্রতিস্থাপিত করোনা হাসপাতাল আজ মুখ্যমন্ত্রী উদ্ভব বালাসাহেব ঠাকরে উদ্বোধন করলেন।”
উইপ্রো এর সভাপতি রিসাদ প্রেমজি মুখ্যমন্ত্রী ঠাকরে কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার রাতে বেশ কিছু ছবি সহ টুইট করে বলেন, “পুনেতে কোভিড ১৯ মোকাবেলায় স্থাপিত ৪৫০ বেড সম্বলিত এই হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী উদ্ভব ঠাকরে কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ মহারাষ্ট্র সরকার কে এই এক মাসে হাসপাতাল তৈরি করতে সহযোগিতা করার জন্য।”
মে মাসের প্রথম সপ্তাহে এই হসপিটাল তৈরির কাজ শুরু হয়। উইপ্রো জানিয়েছে ৪৫০টি বেড সম্বলিত এই হসপিটালে ১২ টি বেড জটিল রোগীদের জন্য রয়েছে। এছাড়া আইসোলেশনের ব্যবস্থা রয়েছে। ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ২৪ টি ঘর রয়েছে।
এ বিষয়ে রিশাদ প্রেমজি বলেছিলেন: “আমরা মহামারী সম্পর্কে দেশের প্রতিক্রিয়া সমর্থন করার জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং বিশ্বাস করি যে এই সংকট মোকাবেলায় এবং এর মানবিক প্রভাবকে হ্রাস করতে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। কোবিড -১৯ এর বিরুদ্ধে যুদ্ধে আমরা মহারাষ্ট্র সরকারের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছি।
“উইপ্রোর প্রচেষ্টাকে ধন্যবাদ জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছিলেন: “উইপ্রোর এই মানবিক অবদান আমাদের চিকিত্সা অবকাঠামোকে আরও জোরদার করবে এবং মহামারীবিরোধী লড়াইয়ে আমাদের অগ্রভাগে রয়েছেন এমন চিকিত্সা ভ্রাতৃত্বকে উপকৃত করবে।” এদিকে, মহারাষ্ট্রে করোনা পসিটিভ কেসের সংখ্যা ৯৭৬৪৮ এ পৌঁছেছে। এর মধ্যে ৪৭৯৮০ সক্রিয় রয়েছে ও ৪৬০৭৮ সুস্থ হয়েছে এবং ৩৫৯০ জন মারা গেছে।
এপ্রিলের শুরুতে, উইপ্রো লিমিটেড, উইপ্রো এন্টারপ্রাইজ লিমিটেড এবং আজিম প্রেমজি ফাউন্ডেশন একত্রে স্বাস্থ্য এবং মানবিক সঙ্কট মোকাবেলায় এক হাজার ১২২ কোটি টাকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।
Salute you,sir.
Salute you,sir
Right sir congratulations