নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ: একনাগাড়ে তিন সপ্তাহ ধরে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুর্শিদাবাদের বহরমপুরে পথে নামল মানুষ। বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর নেতৃত্বে সোমবার মুর্শিদাবাদ জেলা জুড়ে অভিনব প্রতিবাদ মিছিল প্রদর্শন করা হয়। মিছিল বের হয় বহরমপুরের কংগ্রেস কার্যালয় থেকে। সেই মিছিল পুরো শহর পরিক্রমা করে। সেখানে অধীর চৌধুরীর নেতৃত্বে মোটর বাইক কাঁধে নিয়ে এলাকা ঘোরেন কংগ্রেস কর্মীরা।
করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে বেকারত্ব বেড়েছে। উপার্জন কমেছে। তা সত্ত্বেও দেশে লাগাতার পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহণ খরচ বেড়েছে, ফলে সকল পণ্যেরও দামও বেড়েছে।
এদিন মিছিল প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, “মোদী সরকার দেশজুড়ে মানুষের জীবনকে দুর্বিসহ করে তোলায় প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছে দল। নিত্যদিন পেট্রোল, ডিজেলের দাম বাড়ানোর বিরুদ্ধেই আমাদের আজকের এই প্রতিবাদ। মানুষ যখন উপার্জনহীন হয়েছে, তখন মোদী সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে।”
তিনি বলেন, জ্বালানির ব্যয় বৃদ্ধির ফলে কৃষির খরচ বেড়েছে, পরিবহন, উৎপাদন ব্যয় বেড়েছে। তাই চাপ বাড়ছে সাধারণের উপর। দেশের এই আর্থিক হাহাকারের জন্য দায়ী একমাত্র বিজেপি সরকার। তাই আমরা প্রতিবাদে পথে নামতে বাধ্য হয়েছি।”
উল্লেখ্য লকডাউনের জেরে প্রায় ১৩ কোটি মানুষ কর্মহীন হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে পণ্যের দাম বেড়ে গেছে। যার চাপ পড়েছে সাধারণের উপর। গণপরিবহন ব্যবস্থাও আজ সংশয়ের মধ্যে রয়েছে। তারও প্রভাব পড়বে সাধারণের উপর।