নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: ২০১৬ এর বিধানসভা নির্বাচনে মানুষ আমাকে দেখিয়ে দিয়েছে আমার থেকেও অশোক ভট্টাচার্য সিনসিয়ার এবং সৎ। তবে আমিও খেলার জগতে সৎ এবং সিনসিয়ার। শিলিগুড়িবাসীর জন্য এটা গর্ব যে, অশোকদার মতো সৎ এবং এমন কাজের মানুষ রয়েছে। আজ শিলিগুড়িতে তৃণমূল প্রার্থী অশোক ভট্টাচার্যের সমর্থনে মিছিলে অংশগ্রহণ করে এমনই মন্তব্য করলেন প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া।
প্রসঙ্গত,২০১৪ সালে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন বাইচুং ভুটিয়া। কিন্তু সেবার বিজেপির প্রার্থী এসএস আলু আলিয়ার কাছে পরাজিত হন। এরপর ফের ২০১৬ সালে তৃণমূলের টিকিটে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে অশোক ভট্টাচার্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রাক্তন এই ফুটবলের কিংবদন্তি বাইচুং ভুটিয়া। সেইবারও অশোক ভট্টাচার্যের কাছে পরাজিত হয়ে ফিরে যান। এরপরই দলের সঙ্গে দূরত্ব বাড়ে বাইচুং এর। এরপরই তিনি নিজের বাড়ি থেকে ফিরে যান। কিন্তু চলতি বিধানসভা নির্বাচনে এবার অশোক ভট্টাচার্যকে সমর্থন জানিয়েছেন প্রাক্তন ফুটবলার। মঙ্গলবার শিলিগুড়ি বাঘাযতীন পার্কে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী অশোক ভট্টাচার্য এর সমর্থনে এক মহামিছিলের ডাক দেওয়া হয় বাম কংগ্রেসের পক্ষ থেকে। এদিন এই মিছিলে অশোক ভট্টাচার্যের হয়ে প্রচার করতে দেখা যায় বাইচুংকে।