নিউজপিডিয়া ডেস্ক: আবার বড়সড় ঋণ কেলেঙ্কারিতে নাম উঠলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB)। গত বৃহস্পতিবার ভারতীয় রিজার্ভ ব্যাংকে (RBI) দাখিল নথিতে PNB জানিয়েছে, দেওয়ান হাউজিং ফাইন্যান্স লিমিটেড-কে (DHFL) ৩,৬৮৮.৫৮ কোটি টাকা ঋণ দিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। মুম্বইয়ের ‘একটি লার্জ কর্পোরেট শাখায়’ HDFL-এর একটি নন-পারফর্মিং অ্যাকাউন্টের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে।
দেওয়ান হাউজিং ফাইন্যান্সকে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া চলছে। ফলে ঋণের অর্থ ফেরত পাওয়া কার্যত অসম্ভব। এই ঘটনায় নিয়ম মেনে ১,২৪৬.৫৮ কোটি টাকার প্রভিসন রাখা হয়েছে বলে জানায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।
তিন বছরে চারবার বড়সড় ঋণ কেলেঙ্কারিতে নাম জড়ালো PNB-র। ২০১৮ সালে হীরে ব্যবসায়ী নীরব মোদির ১১,৩০০ কোটি টাকার দুর্নীতিতে বড়সড় ধাক্কা খেয়েছিল এই ব্যাংক। সেই টাকা নিয়ে দেশ ছেড়েছেন নীরব মোদি।এখন পর্যন্ত দেশের মাটিতে পা রাখেনি।
দুর্নীতির সঙ্গে যুক্ত মূল চক্রের হদিশ পেতে তদন্তে নেমেছে সিবিআই। এ ছাড়া ঋণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।