নিউজপিডিয়া বিনোদন ডেস্ক: ক্রিকেট জগতে লক্ষী রতন শুক্লা পরিচিত একটি নাম। খুদে থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই কমবেশি লক্ষী রতন শুক্লাকে চেনেন। তিনি দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন এ কথা বলাই যায়। তাই তো তিনি কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ার ডিবলস, সানরাইজ হায়দ্রাবাদের মতো শক্তিশালী দলের সাথে যুক্ত থাকতে পেরেছেন।

লক্ষীবাবু শুধু যে ক্রিকেট জগতের পরিচিত এক নাম তা নয়, রাজনৈতিক জগতেও তার খ্যাতি ছড়িয়ে পড়েছে রাজ্যের সর্বত্র। এই লক্ষীবাবু পায়েল সরকারের ‘বাস্তব’ উপন্যাসটি পড়ার আগ্রহ দেখান। পাশাপাশি তিনি সকলকে ‘বাস্তব’ উপন্যাসটি পাঠ করার কথা জানান। লক্ষীবাবুর দ্বারা এমন সাড়া পেয়ে খুশিতে ভরপুর ‘বাস্তব’-এর ঔপন্যাসিকা পায়েল সরকার।
