রুহুল আমিন, হরিশ্চন্দ্রপুর: মালদা জেলার হরিশচন্দ্র পুরের দুই নম্বর ব্লকের অন্তর্গত দৌলতপুর অঞ্চলের মতিলাল গ্রাম। এই গ্রামের প্রধান রাস্তার বেহাল দশা। বর্ষার সময় জল আটকে খুবই খারাপ অবস্থা হয়। ফলে ক্ষোভ জন্মেছে স্থানীয়দের মনে।
জানা গিয়েছে, দৌলতপুর অঞ্চলটির রাজনৈতিক প্রাণ কেন্দ্র এই মতিলাল গ্রাম। অঞ্চলের প্রধান, সভাপতি সকলেই এই গ্রাম থেকে নির্বাচিত। কিন্তু তারপর গ্রামের উন্নতি সেরকম চোখে পড়েনি। নির্মিত হয়নি নতুন কোনো রাস্তা, ঠিকমতো সারাইও হয়নি পুরাতন রাস্তাগুলি। ফলে সেখানকার বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে সমস্যার সম্মুখীন হয়। কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতেও নাজেহাল হতে হয়। বর্ষায় ঘর থেকে বেড়ানো অসম্ভব হয়ে দাড়ায়।
স্থানিয়দের অভিযোগ, ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দিলেও তা এখনো কার্যকর হয়নি। তবে এই বিস্তৃত গ্রামের যে দিকে প্রধানের বাড়ি রয়েছে সেদিকে একটি ঢালাই রাস্তা হলেও গ্রামের অন্য অংশে কোনো রাস্তা হয়নি। ফলে ক্ষোভ জন্মেছে স্থানীয়দের মনে।