নিউজপিডিয়া ডেস্ক: পরিযায়ী শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহারের ভিডিয়ো ফাঁস হতেই ফিরোজাবাদ রেল স্টেশনের এক প্রধান টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হল। এ ছাড়াও কিছু রেলকর্মীর বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের গালাগালি দেওয়ার অভিযোগও উঠেছে।
সম্প্রতি তিন মিনিটের একটি ভিডিও প্রকাশ হয় সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গিয়েছে, ফিরোজাবাদ স্টেশনে শ্রমিক স্পেশ্যাল ট্রেন থামে। সেখানে বিস্কুটের প্যাকেট ট্রেনের ভেতরের পরিযায়ীদের হাতে তুলে না দিয়ে রেলকর্মীরা সেগুলি ছুড়ে দিচ্ছেন। পাশাপাশি যাত্রী শ্রমিকদের উদ্দেশ্যে গালাগালিও দিতে দেখা গিয়েছে প্রধান টিকিট পরীক্ষক ও তাঁর নেতৃত্বাধীন কর্মীদের।
সফরকারী শ্রমিকরা খাওয়ার জন্য বিস্কুট চাইলে তা তাদের সহযাত্রীদের সঙ্গে ভাগ করে নেওয়ার কথাও বলতে দেখা গিয়েছে রেলের কর্মীদের। ভিডিয়োটি ভাইরাল হতেই নড়েচড়ে বসে রেল মন্ত্রক।
উত্তর-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অজিত সিং জানিয়েছেন, উক্ত ঘটনার কারণে ওই প্রধান টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে পরিযায়ীদের প্রতি রেলকর্মীদের খারাপ আচরণের বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দোষী প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত করোনা প্রতিরোধে লকডাউনের জেরে কাজ হারিয়ে নিজেদের ঘরে ফেরাতেই শ্রমিক স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিন যাত্রা করছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক।