রবিউল হোসেন: দেশের নিরাপত্তার স্বার্থে গতকাল টিকটক সহ মোট ৫৯ টি চীনা অ্যাপের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকার। কিন্তু ভারতের এই চীনা দ্রব্য বর্জনের নীতিকে সহজে মানতে পারছে না চীন। নয়াদিল্লীর এই সিদ্ধান্তে রীতিমত ক্ষুব্ধ বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তারা এই পুরো ব্যাপারটি খতিয়ে দেখবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ঝাও লিঝিয়ান আজ সাংবাদিক সম্মেলন করে জানান, ভারতের এই সিদ্ধান্তে রীতিমতো হতাশ চীন। তিনি আরও জানান, ভারতে অবস্থানরত প্রতিটি চীনা সংস্থার অধিকার ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব ভারত সরকারের। কিন্তু ভারত সরকার একতরফা ভাবে এই সিদ্ধান্ত নেওয়াতে সেই অধিকার ক্ষুন্ন হচ্ছে বলে দাবী জানান তিনি
উল্লেখ্য, গত সোমবার সরকার টিকটক, ইউসি ব্রাউজারের মতো ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ দেশে ব্যান করার সিদ্ধান্ত নেয়। সেই হিসাবে গুগল তাদের প্লে স্টোর থেকে ধাপে ধাপে সরিয়ে নিচ্ছে অ্যাপগুলি। কিন্তু দেশে এখনও বেশ কিছু ব্যাবহারকারীর মোবাইলে চালু রয়েছে অ্যাপগুলো। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আস্তে আস্তে সবকিছু থেকেই চলে যাবে অ্যাপগুলো। আর নয়াদিল্লীর এই সিদ্ধান্তে যে রীতিমত বানিজ্যিক ফাঁপরে ও আর্থিক লোকসানের মুখে পড়বে বেইজিং, সেটা আজকের সাংবাদিক সম্মেলনে স্পষ্ট করে দিল চীন।