সেলিম হাসান সিদ্দিকী, রাজগঞ্জ: রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের উদ্যোগে বেলাকোবার বিভিন্ন এলাকা স্যানিটাইজ করা হয়। বুধবার বিধায়কের বাড়ির কাছে কিছু পিপিই কিট পড়েছিল। ওই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের তরফে সেই পিপিই কিট পুড়িয়ে ফেলা হয়। বৃহস্পতিবার ফারাবাড়ি হেল্প সোসাইটির সহযোগিতায় পিপিই কিট পড়ে থাকা স্থান, বিধায়কের বাড়ি, এলাকার এক করোনা আক্রান্তের বাড়ি ছাড়াও বিভিন্ন ব্যাংকের শাখা এবং বেলাকোবা বাজার স্যানিটাইজ করা হয়।