নিউজপিডিয়া ডেস্কঃ লকডাউন ও লকডাউনের পরেও দীর্ঘদিন বেলুড় মঠ বন্ধ থাকার পর ফের ১০ ফেব্রুয়ারি খুলেছে তা। যাত্রী সমাগমও হচ্ছে বেশ। তবে আবার বন্ধের সিদ্ধান্ত। জানা গেছে, আগামী ১৫ মার্চ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি ও ২১ মার্চ সাধারণ উৎসবের দিন বন্ধ থাকবে বেলুড় মঠ।
বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছেন, বারবার সামাজিক দূরত্বের কথা মানতে বলা হলেও অধিকাংশ ভক্তগণ তা মানছে না। ফলে এই দুদিন যে প্রচন্ড ভিড় হত মঠ প্রাঙ্গনে ও মন্দিরে তা রুখতেই এই সিদ্ধান্ত। তবে তাঁরা এও জানিয়েছেন, লকডাউনের সময় কোনও বিশেষ পুজো হলে যেভাবে ভার্চুয়ালি তা দেখানো হত। এই দু দিনও সেই ভাবেই দেখানো হবে। ফলে সামনাসামনি দেখতে না পেলেও ভার্চুয়ালি পুজো দেখার সুযোগ থাকবে ভক্তগণ ও সাধারণ মানুষদের কাছে।
প্রসঙ্গত, প্রতি বছরই ১৫ মার্চ অর্থাৎ রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথিতে বিপুল পরিমাণে ভিড় হয় বেলুড় মঠ প্রাঙ্গনে। তবে করোনার কারণে সেই ছবি এবার দেখা যাবে না।