বিশেষ প্রতিনিধি, কলকাতা: করোনা ভাইরাস প্রতিহত করার লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। দিনে ১ লক্ষ করোনা পরীক্ষার লক্ষমাত্রা পূরণে এবার সুইৎজারল্যান্ড থেকে কোবাস ৬৮০০ নামক অত্যাধুনিক স্বয়ংক্রিয় যন্ত্র কিনল পশ্চিমবঙ্গ সরকার। আন্তর্জাতিক উড়ান বন্ধ থাকার কারণে জলপথে কলকাতা আসছে যন্ত্রগুলি।
রাজ্য স্বাস্থ্য দফতরের এক আধিকারিক জানিয়েছেন, করোনা প্রতিরোধে যন্ত্রটি কিনেছে সরকার। শীঘ্রই জলপথে যন্ত্রটি পৌঁছে যাবে কলকাতায়। এই যন্ত্রের সাহায্যে দিনে ১ লক্ষ করোনা পরীক্ষার লক্ষ্য অর্জন করা সম্ভব।
তিনি আরও জানিয়েছেন যে, প্রাথমিকভাবে কলকাতা ও উত্তরবঙ্গের বিশেষ কয়েকটি হাসপাতালে যন্ত্রটি রাখা হবে। বর্তমানে করোনা পরীক্ষা করানোর জন্য রাজ্য সরকারের ব্যয় হয় দিনে প্রায় ২.৫ কোটি টাকা। যন্ত্রটি ব্যবহার শুরু হলে সেই ব্যয় অনেকটা হ্রাস পাবে।
যন্ত্রটি ব্যবহারের লক্ষ্যে ইতিমধ্যেই টেকনিশিয়ানদের প্রশিক্ষণ শুরু হয়েছে। কলকাতার স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতর ও নাইসেড এর কয়েকজন টেকনিশিয়ানের এই প্রশিক্ষণ রয়েছে বলে জানা গিয়েছে। দেশের মধ্যে বাংলাই প্রথম এমন যন্ত্র কিনল। যন্ত্রটির শুভসূচনা হলেই করোনা পরীক্ষার সংখ্যা এক লাফে কয়েকগুণ বাড়বে বলে আশাবাদী স্বাস্থ্য কর্তারা। যদিও রাজ্যে বর্তমানে দিনে ১০ হাজার এর সামান্য কিছু বেশি করোনা পরীক্ষা সম্ভব হচ্ছে। যন্ত্রটিতে লালারসের মাধ্যমেই করোনা পরীক্ষা চালু থাকবে। ইতিমধ্যে মিস্টিং ক্যানন যন্ত্রের সাহায্যে জীবাণুনাশকের কাজ শুরু হয়েছে রাজ্যের শহরতলিতে।