নিউজপিডিয়া ডেস্ক: দেশ রাজ্য সহ গোটা বিশ্ব করোনা আবহে আক্রান্ত , মানুষের সাধারণ জীবন যাপন ব্যাহত। এই মুহূর্তে সোশাল ডিস্টান্সিং বা লক ডাউনে আবদ্ধ থাকাই একমাত্র শ্রেয় উপায়। এর বাইরে নয় গোটা বিশ্বের ধর্মীয় প্রাণ মানুষেরা।
মুসলিম বিশ্বের কাছে পবিত্র রমজান শেষে আনন্দের উৎসবের দিন হিসেবে ঈদ-উল-ফিতর আসছে এই মাসের ২৫ তারিখ , কিন্তু এখানেও বাঁধ সাজবে করোনা ।
এই মুহূর্তে প্রশাসক মুসলিমদের জন্য লক ডাউন শিথিল করার কথা যাতে না ভাবে তার দাবি জানালো বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশন এর মতে “মানুষ আগে বাঁচুক পরে উৎসব । আমরা এত স্যাক্রিফাইস করেছি, আরো করবো। আমাদের উৎসবের দরকার নেই।”
তারা আরো দাবি জানান প্রয়োজনের সাথে সাথে লক ডাউন পরবর্তী ৩০ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হোক , কেন্দ্র শিথিল করলেও যেনো রাজ্য সরকার এরাজ্যের মানুষের কথা ভেবে লক ডাউন চালিয়ে যায় । মুসলিম নেতৃত্ববৃন্দ দায়িত্বের সাথে আপনার পাশে থেকে এই সংকটকালীন মুহূর্তে সাহায্য করবে।
ভারতে কেন্দ্রীয় সরকার নির্ধারিত তৃতীয় স্টেজের লক ডাউন শেষ হচ্ছে ১৭ তারিখ, পশ্চিম বঙ্গ সরকার যেটাকে বাড়িয়ে ২১ তারিখ পর্যন্ত ঘোষণা করেছে । যদিও এখনও প্রতিদিন হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা । ভারতেই এই মুহূর্তে টোটাল আক্রান্তের সংখ্যা ৬০ হাজার এর কাছাকাছি , মানুষকে এখনও সংকল্পবদ্ধ ভাবে মিলিত লড়াই করতে হবে ।
বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া সাহেব এর আগেও সরকারের পাশে দাড়িয়ে মুসলিম সমাজের প্রতি বার্তা দিয়েছিলেন , আজ আবারও বিভিন্ন মহল থেকে তার এই বার্তা কে সাধুবাদ জানাচ্ছে অনেকে।